গেইল-ম্যাককালামদের এক সঙ্গে জ্বলে উঠার দিনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকাকে হারিয়ে প্রথমবারের মতো বিপিএল শিরোপা জিতে রংপুর। দলের শিরোপা জয়ে এমন ভূমিকা রাখতে পারায় বেশ আনন্দিত ক্যারিবীয় তারকা। ম্যাচ শেষে জানিয়েছেন জমজমাট বিপিএলের আসরে আবারও ফেরার কথা।
রংপুর রাইডার্সকে বলতে গেলে একাই শিরোপা এনে দেন ক্রিস গেইল। ৬৯ বলে ১৪৬ রানের রেকর্ড ইনিংসে ভর করে। টুর্নামেন্টের শুরুর দিকে নিজের ছায়া হয়ে থাকা বিধ্বংসী গেইল পঞ্চম আসরে শেষ তিন ম্যাচে দুই সেঞ্চুরিতে নিজের শ্রেষ্ঠত্ব জানান দিয়েছেন।
মিরপুরে জমজমাট ফাইনালের পর গেইল বলেন, আঙুলে সামান্য চোট থাকায় আমি খুব একটা লাফাতে পারিনি। এমন বড় একটা টুর্নামেন্টে জয়ের পর আমাদের সবার উদযাপন করতে হবে। দীর্ঘ টুর্নামেন্ট হওয়ায় সব খেলোয়াড়ই মজা করার যোগ্যতা রাখেন। আমি এখানে প্রতিটি বিপিএল মৌসুমেই এসেছি। আমি আগামী বছর আবার এসে তোমাদের আনন্দ দেব।
টি-টোয়েন্টি ক্রিকেট নিজের ১১ হাজার রানের মাইলফলক নিয়ে গেইল বলেন, ১১ হাজার রান অসাধারণ অর্জন।
আমি সততার সঙ্গেই বলতে চাই আপনাদের ভালবাসা পেয়েই আমি এটা করতে পেরেছি। আমার বয়স ৩৮। যতদিন সম্ভব আমি ভক্তদের আনন্দ দিয়ে যাবো। যে দলেই জায়গা হয় সেখানকার হয়ে শিরোপা জিততে তাকিয়ে আছি আমি।
টুর্নামেন্টের শুরুতে নিজেদের বাজে পারফরম্যান্স ইঙ্গিত দিয়ে গেইল বলেন, বাংলাদেশ আসার পর গেইল এবং ম্যাককালামকে দেখার জন্য সবাই বেশ আগ্রহী ছিল। টুর্নামেন্টের শুরুতে আমরা তাদের আনন্দ দিতে পারিনি। তবে শেপষর্যন্ত ভালো করতে পারায় আমার আনন্দ হচ্ছে। ভক্তরা আমাদের কাছ থেকে এমনটাই প্রত্যাশা করছিল। এটা একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা ছিল না। আমাদের মাঝে যোগাযোগ এবং বোঝাপড়াটা দারুণ ছিল।