আগামী ১৩ ডিসেম্বর মার্কিন দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম

0
আগামী ১৩ ডিসেম্বর মার্কিন দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম

জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে শুত্রুবার বাদ জুমা রাজধানীসহ সারাদেশের রাজপথ ছিল মিছিল-শ্লোগানে উত্তাল। আগামী ১৩ ডিসেম্বর মার্কিন দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম

 

শুত্রুবার জুমা নামাজের পরেই অনেক মসজিদ থেকে মিছিল করেন ধর্মপ্রাণ মুসলমানরা। মসজিদে মসজিদে হয় বিশেষ দোয়া। বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আশপাশে বিক্ষোভ মিছিল বের করে হেফাজাতে ইসলাম, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্য আন্দোলন, ইসলামী ছাত্রসেনাসহ বিভিন্ন ইসলামী দল ও সংগঠন।

সবার কণ্ঠে ছিল ‘ট্রাম্পের ঘোষণা মানি না মানব না’, জেরুজালেম ফিলিস্তিনের, ইসরায়েল নিপাত যাক’। এ সময় বিক্ষুব্ধ জনতা মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা ও ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করে। ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামী ১৩ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় এই কর্মসূচি পালন করবে আলোচিত সংগঠনটি।

বায়তুল মোকাররমের উত্তরগেট থেকে হেফাজাত ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে এ কর্মসূচির ঘোষণা দেন ঢাকা মহানগরীর আমির মাওলানা নূর হোসাইন কাসেমী।

নূর হোসাইন কাসেমী বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এ সিদ্ধান্ত যতদিন পর্যন্ত পরিবর্তন না হয়, আমাদের সংগ্রাম চলবে। এ নিয়ে সারাদেশের মুসলামানরা সংঘবদ্ধ। আমেরিকাকে এ সিদ্ধান্ত পরির্বতন করতে হবে, না হলে আমরা ঘরে ফিরে যাবো না। আমাদের আন্দোলন চলবে।

একই দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটি আগামী ১১ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় মার্কিন দূতাবাস অভিমুখে গণমিছিল করবে।

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে শুক্রবার সারা দেশে বিক্ষোভের ডাক দেয় হেফাজতে ইসলাম। হাটহাজারীতে বিশাল বিক্ষোভ করেছে সংগঠনটি।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে