বিএনপি নেতাদের গ্রেপ্তার ও বাসায় বাসায় তল্লাশির ঘটনায় আজ জরুরি সংবাদ সম্মেলন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ববুধবার সকালে বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান বলেন, ‘দলের মহাসচিব আজ বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন।’
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গতকাল মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে থেকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে নিয়ে যায়। এরপর দিবাগত রাত ১২টার দিকে সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে রাজধানীর শান্তিনগরের বাসভবন থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায় বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক এক বিবৃতিতে অভিযোগ করেছেন। অমিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে।
মধ্যরাতের পর থেকে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর বাসায় আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালায় বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তল্লাশি চালানোর সময় তিন নেতার কেউ বাসায় ছিলেন না।
এসব পরিপ্রেক্ষিতেই আজ সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির মহাসচিব