আজ রবিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল শনিবার ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদে রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন ও সমাবেশ করে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
সাধারণ শিক্ষার্থীরা গতকাল শনিবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করেন। এ সময় বিভিন্ন স্লোগান দিকে থাকেন তারা। পরে ঘণ্টাখানেক অবস্থানের পর ওইদিনের মতো কর্মসূচি স্থগিত করা হয়। আজকের ধর্মঘটে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
এ বিষয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক জুয়েল রানা বলেন, দেশে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ বর্বরোচিত হামলার প্রতিবাদে সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে।