সন্ত্রাসী হামলার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে আজ জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করতে চার ঘণ্টার জন্য হোলি আর্টিজান সবার জন্য উন্মুক্ত রাখা হবে।
এ বিষয়ে গুলশান থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিহতদের স্বজন, বিভিন্ন দূতাবাস, পুলিশ, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ও গণমাধ্যমকর্মীদের জন্য এ ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে নয়টার দিকে রাজধানীর গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর বাড়িতে অবস্থিত রেস্তোরায় ৮ থেকে ১০ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে ২০ জন বিদেশি নাগরিকসহ ৩০ থেকে ৩৫ জনকে জিম্মি করে রাখে। পরদিন শনিবার সকালে রেস্তোরায় জিম্মিদের উদ্ধারে কমান্ডো অভিযান শুরু করে যৌথ বাহিনী। বিদেশি নাগরিকসহ মোট ১৩ জনকে জীবিত এবং মোট ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়।
তাছাড়া সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ডিবির সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম এবং বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত হন।
এই জঙ্গি হামলার পর নগরীর গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর বাড়িটি থেকে হোলি আর্টিজান বেকারি সরিয়ে নিয়ে বসবাস উপযোগী করলেও সেখানে বাড়ির মালিক থাকেন না।