আটকে পড়া ১২ কিশোরের উদ্ধার অভিযান স্থগিত

0
আটকে পড়া ১২ কিশোরের উদ্ধার অভিযান স্থগিত

স্থগিত ঘোষণা করা হয়েছে থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলারের উদ্ধার অভিযান। থাই ডুবুরিদের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। থাইল্যান্ডের ছিয়াং রিয়া প্রদেশর গভর্নর নারোংসাক ওসাতানাকর্ন এ কথা জানিয়েছেন।

তিনি জানান, প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলে তাদেরকে যেভাবেই হোক বের করে আনার চেষ্টা করা হবে। কিন্তু অবস্থা স্থিতিশীল থাকলে নিরাপদে উদ্ধারের জন্য তাদের আরো কিছুদিন সেখানে থাকতে হতে পারে।

গুহার ভেতরে শিশুগুলোর কাছে তাদের বাবামায়ের লেখা চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।

জানা যায়, গুহাটি থেকে ১৩ কোটি লিটার পানি অপসারণ করা হয়েছে। কিন্তু তাদের বের করে আনার অনুকূল পরিস্থিতি তৈরি করা যায়নি। ডাইভিং মাস্ক পরে পানির নিচে থেকে নিঃশ্বাস নেওয়াটা এখনও শিখতে পারেনি তারা।

উল্লেখ্য, ১১ থেকে ১৬ বছর বয়সী ১২ ফুটবলার ও তাদের কোচ (২৫) ২৩ জুন থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের ‘থাম লুয়াং নায় নন’ নামের একটি গুহায় প্রবেশ করে। কিন্তু বৃষ্টির পানি জমে যাওয়ায় তারা সেখানে আটকে পড়ে।

সূত্র: দ্য গার্ডিয়ান