আন্তর্জাতিক পর্যটন মেলা আগামী বছর থেকে ঢাকায় আয়োজন হবে

0
আন্তর্জাতিক পর্যটন মেলা আগামী বছর থেকে ঢাকায় আয়োজন হবে

প্রথমবারের মত সরকারি ব্যবস্থাপনায় আগামী বছর থেকে ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা আয়োজন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

আন্তর্জাতিক পর্যটন মেলা আগামী বছর থেকে ঢাকায় আয়োজন হবে

রাজধানীর একটি হোটেলে আজ রোববার বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের (বিপিসি) নিউজ লেটার ‘দ্যা ট্রাভেললগ’এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বাংলাদেশের অগ্রগতি ও সৌন্দর্য তুলে ধরে আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে বিমান ও পর্যটন মন্ত্রণালয় আগামী বছর থেকে ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলার আয়োজন করবে।

পর্যটন মন্ত্রী বলেন, পর্যটন এখন আর কেবল দেশ দেখার মাঝে সীমাবদ্ধ নেই। রিলিজিয়াস ট্যুরিজম, হালাল ট্যুরিজম, কালচারাল ট্যুরিজম, হেলথ ট্যুরিজম পর্যটনকে সবচেয়ে বর্ধিষ্ণু শিল্পে পরিণত করেছে। গত বছর ১.২ বিলিয়ন পর্যটক পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছে। এ সব পর্যটকদের বাংলাদেশমুখী করতে আন্তর্জাতিক পর্যটন মেলা ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ পৃথিবীর অন্যতম নিরাপদ দেশ হওয়া সত্ত্বেও এ দেশে ভ্রমণের ক্ষেত্রে কতিপয় দেশের ট্রাভেল এলার্ট জারিতে হতাশা প্রকাশ করে মেনন বলেন, এ ধরনের পদক্ষেপ সিকাগো সনদের পরিপন্থী। ট্রাভেল এডভাইজারি হতে হয় সুস্পষ্ট ও নির্দিষ্ট সময়ের জন্য। তিনি এ ধরণের ট্রাভেল এডভাইজারি প্রত্যাহার করতে সংশ্লিষ্ট দেশসমূহের প্রতি আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে