আফগানিস্তানে তালেবান ভালো অবস্থানে:মার্কিন জেনারেল

0
আফগানিস্তানে তালেবান ভালো অবস্থানে : মার্কিন জেনারেল

মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মাইলি বলেছেন, ‘তালেবান সশস্ত্র গোষ্ঠী আফগানিস্তানে ভূমিতে কৌশলগত বেশ ভালো অবস্থানে রয়েছে।’ বুধবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে অনুষ্ঠিত হওয়া এক সংবাদ সম্মেলনে সম্প্রতি আফগানিস্তানের ভূখণ্ডে তালেবানের ক্রমাগত এলাকা দখন অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে তিনি এক কথা জানান।

জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান বলেন, তালেবান ইতোমধ্যে আফগানিস্তানের মোট ৪০০টি জেলার মধ্যে প্রায় অর্ধেক জেলার দখল নিয়েছে। তবে এখনো পর্যন্ত দেশের কোনো জনবহুল প্রধান শহর তালেবান গোষ্ঠীর দখলকৃত জেলার মধ্যে নেই।

তিনি আরও জানান, ‘দেশটির প্রাদেশিক রাজধানী এবং রাজধানী কাবুলে আফগানিস্তানের অধিকাংশ জনগণের বাস থাকায় আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী তাদের জীবন আগে রক্ষার বিষয়টি গুরুত্ব দিচ্ছে। ফলে তারা অন্যান্য এলাকায় যুদ্ধে যেতে পারছে না। তবে তালেবানের অগ্রসরযাত্রা কৌশলগতভাবে করছে তারা। আমরা তালেবানের পুরো দেশ দখলের আশঙ্কা একদম উড়িয়ে দিচ্ছি না।’