খুলনার চারটি করোনা হাসপাতালে গতকালের তুলনায় মৃত্যুর সংখ্যা আবারও কিছুটা বেড়েছে। গতকাল শনিবার থেকে আজ রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনার হাসপাতালগুলোতে মারা গেছেন মোট ১৪ জন। এদের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ২জন। তার আগেরদিন ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ১০ জন, যা বিগত ১০ দিনের মধ্যে সর্বনিম্ন ছিল।
খুলনার করোনা হাসপাতালগুলোতে এ পর্যন্ত সবচেয়ে বেশি ২৭ জনের মৃত্যু হয়েছিল গত বৃহস্পতিবার থেকে শুক্রবার সকালের মধ্যে। এদের মধ্যে ৩ জন মারা যান উপসর্গ নিয়ে।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ১৩০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত্যু হয় ৬ জন করোনা রোগীর। এ ছাড়াও উপসর্গ নিয়ে ঐ হাসপাতালে আরো ২জন মারা গেছেন।
অপরদিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে ৪ জনের এবং বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ২ জনের। একই সময়ের মধ্যে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে কোনো করোনা রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
খুলনা সিভিল সার্জনের কার্যালয়ের তথ্যমতে, জেলার ৪টি হাসপাতালে যে ১৪জন করোনা রোগীর মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ৯ জন খুলনা জেলার। এছাড়া ১ জন করে পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলার কোভিড রোগীর মৃত্যু হয়েছে।