গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জের বানিয়াচংয়ে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। উপজেলার দৌলতপুর ইউনিয়নের করচা হাওরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতদের একজন দৌলতপুর ইউনিয়নের করচা গ্রামের বাসিন্দা বৈষ্ণবের ছেলে রিপন বৈষ্ণব (২৮) এবং অপরজন একই ইউনিয়নের কবিরপুর গ্রামের নীলকান্ত বৈষ্ণবের ছেলে বাবুল বৈষ্ণব (৪৫)।
স্থানীয়রা জানান, অন্যদিনকার মতো গতকালও নিহত দুইজন করচা নামক হাওরে মাছ ধরছিলেন। কিন্তু হঠাৎ সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
বানিয়াচং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার জানান, বজ্রপাতে নিহত ওই দুই জেলের খবর জেলা অফিসে পাঠানো হয়েছে। সেখান থেকে নির্দেশনা আসামাত্রই দুই জেলের পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হবে আশা করা যাচ্ছে।