আমগাছে শিশু গৃহকর্মীর ঝুলন্ত লাশ

0
ঠাকুরগাঁও Thakurgaon

ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া মহল্লার সূর্য্যের হাসি ক্লিনিক এলাকা থেকে ময়ুরী আক্তার নামে এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার বেলা ১১টায় ওই মহল্লার আসাদুজ্জামান আসাদের বাসার উঠানে একটি আমগাছ থেকে ময়ুরীর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা বলেন, সকালে ময়ুরী বাসার রান্নার কাজ শেষ করে। এর কিছুক্ষণ পর ওই বাসার এক সদস্য ঘর থেকে বের হয়ে আমগাছে ঝুলন্ত লাশ দেখে চিৎকার করে। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মেয়েটির বাবার বাড়ি সদর উপজেলার মুন্সিরহাট গ্রামে। ময়ুরীর বাবা মোতালেব হোসেন বলেন, গত ৫ বছর ধরে আসাদের বাড়িতে গৃহকর্মীর কাজ করছিল তার মেয়ে। ঈদের আগের দিন সে বাড়িতে গিয়ে ফিরে আসে।

সদর থানার ওসি তানভিরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।