আম কাঁঠাল কম পাঠানোয় স্ত্রীকে ব্যাপক মারধর

0
হত্যা চেষ্টা murder attempt

ইনসাইড ডেস্ক

শ্বশুরবাড়ি থেকে আম কাঁঠাল কম পাঠানোর অভিযোগে লোহার রড ও ইট দিয়ে মারধর করে এক গৃহবধূকে আহত করার ঘটনা ঘটেছে ফেনীতে।

ঘটনায় আহত ফারজানাকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতের নাম ফারজানা আক্তার সুমি (২৫)। তিনি ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের আবুল কাশেম ভেন্ডরের ছেলে এয়াকুব আলীর (৩৫) স্ত্রী।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রোকসানা সুরাইয়া বলেন, ভিকটিমের শরীরের হাত-পা ও মাথাসহ বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় ফারজানা জানান, নেশাগ্রস্ত স্বামী এয়াকুব আলী চার লাখ টাকা যৌতুকের দাবিতে দীর্ঘদিন যাবৎ তাঁকে নির্যাতন করে আসছেন। প্রায় সময় তাঁকে মারধর করেন এয়াকুব। বাবার বাড়ি থেকে কিছু আম কাঁঠাল স্বামীর বাড়িতে পাঠানো হলে নেশাগ্রস্ত অবস্থায় তার স্বামী কম পরিমাণে আম-কাঠাল পাঠানোর তুচ্ছ অভিযোগে মারধর শুরু করেন।

মারধরের একপর্যায়ে লোহার রড দিয়ে পিটিয়ে তার হাত-পা ও মাথায় আঘাত করা হয়। এরপর ইট দিয়ে মাথা ও পিঠ থেঁতলে দেয় এয়াকুব আলী। আওয়াজ শুনে প্রতিবেশীরা ফারজানাকে দ্রুত উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।

পশুরাম থানার ওসি খালেদ হোসেন জানান, এক গৃহবধূকে নির্যাতনের কথা আমরা শুনেছি। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলেই দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।