কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউনের বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়ে (১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত) প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ সোমবার লকডাউন বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগে কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ দিয়েছিল করোনা সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটি।
দেশে কোভিডের সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় ১ জুলাই থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর লকডাউন। ৭ জুলাই মধ্যরাতে এটি শেষ হওয়ার লথা ছিল। এখন আরও এক সপ্তাহ কঠোর বিধিনিষেধ বৃদ্ধি পেয়ে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত করা হলো।
করোনা সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা রোববার বলেছিলেন, তাঁরা চেয়েছেন এই বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো হোক। বিজ্ঞানসম্মতভাবে এটিই করা উচিত।