আরো একজন আনিসুল হকের জন্য ঢাকাবাসী আরো বহু বছর অপেক্ষা করবে

0
আনিসুল হক
আনিসুল হক

যারা ৬ মাস আগে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড পার হয়েছেন এবং যারা সম্প্রতি পার হয়েছেন, কোনো পার্থক্য টের পেয়েছেন?

লাইন ধরে দাঁড়িয়ে থাকা ট্রাক গুলো সুড়সুড় করে খোয়াড়ে ঢুকেছিলো এতোদিন নিয়ম মেনে। প্রশস্ত ফাকা রাস্তা দিয়ে গাড়ি টান দিয়ে সাঁইসাঁই করে বেড়িয়ে গেছি। এক ঘন্টাব্যাপী দূর্বিষহ জ্যামের কথা আমরা ভুলেই গিয়েছিলাম।

আনিসুল হক
আনিসুল হক

গত কয়েকদিন ধরে আবারো পুরোনো চেহারা ফিরে পাচ্ছি। নিয়ম ভেঙ্গে তেজগাঁও এর রাস্তা জুড়ে সারিসারি ট্রাক। জ্যামে পড়ছি মাঝেমধ্যেই। কোনো কিছুই ঠিক নেই আজ মাসখানেকের ওপরে।

ঢাকার অনেক কিছুই ঠিক নেই আজ মাসখানেক কিংবা তার চাইতেও বেশি সময় ধরে।

লুকিয়ে থাকা অনেকেই বীরদর্পে এখন গর্ত থেকে বেরোবে। টেন্ডারবাজ, অবৈধ দখলদার, বিলবোর্ড সিন্ডিকেটের অনেকেই এখন স্বস্তির নিশ্বাস ফেলে গ্লাসে গ্লাস ঠুকে বলবে, “চিয়ার্স, খেলা শুরু হপে আবার!”

এ শহর ফিরে যাবে পুরনো চেহারায়। মেয়র আনিসুল হক আজ শহরে নেই। আর কোনোদিন তিনি এই শহরে ফিরে আসবেন না।

টেন্ডারবাজ, অবৈধ দখলদার কিংবা বিলবোর্ড সিন্ডিকেটের সামনে বুকটান করে দাঁড়িয়ে স্মার্টলি আর কোনোদিন বলবেন না, “আমার সামনে মাস্তানি দেখিয়ে কোনো কাজ হবেনা।” হাফ হাতা পোলো টিশার্ট পড়ে কোনো সাংবাদিকের কাধে বন্ধুর মতো হাত রেখে আর কোনোদিন বলবেন না, “এ শহরটাকে বদলে দেয়ার জন্য আমার অনেক পরিকল্পনা আছে, জাস্ট সময় লাগবে কিছুদিন।”

ভালো থাকবেন শ্রদ্ধা ও ভালোবাসায়। আরো একজন আনিসুল হকের জন্য ঢাকাবাসী আরো বহু বছর অপেক্ষা করবে দীর্ঘশ্বাস ফেলে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে