রাষ্ট্রদ্রোহী বক্তব্যের অপরাধে ঢাবি শিক্ষক আসিফ নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুতসহ দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বুধবার বিকাল ৪টায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এই প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয়৷ এসময় আসিফ নজরুলকে মৌলবাদ ও জঙ্গিবাদের মদদদাতা, রাষ্ট্রবিরোধী অপশক্তির দোসর ও ঢাবির কলঙ্ক দাবি করে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষ করে নেতাকর্মীরা আইন অনুষদে আসিফ নজরুলের অফিসে তালা লাগিয়ে দেন। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সভায় সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন।
সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রোমান হোসাইন, মাকসুদ হাওলাদার ও শাহীন মাতবরসহ প্রমুখ।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ বলেন, বীর মুক্তিযোদ্ধা পরিবারদের অধিকার আদায়ের আন্দোলন ও সংগ্রামের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের সকল অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ করে আসছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এর ধারাবাহিকতায় সম্প্রতি মৌলবাদ ও জঙ্গিবাদের মদদদাতা, রাষ্ট্রবিরোধী অপশক্তির দোসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলঙ্ক আসিফ নজরুল কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রদ্রোহী বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জঙ্গিবাদের মদদদাতা আসিফ নজরুলকে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, স্বাধীনতাবিরোধী পাকিস্তানি অপশক্তির পেইড এজেন্ট আসিফ নজরুল ২০১২ সালে কুখ্যাত যুদ্ধাপরাধী সাঈদীর পক্ষে কথা বলেছিল। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত সম্পর্কে সে বিতর্কিত মন্তব্য করেছিল। একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে আসিফ নজরুল যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত কুখ্যাত রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদী যুদ্ধাপরাধী নয় বলে মন্তব্য করেছিল। সে আরোও বলেছিলেন, সাঈদী নাকি একাত্তরে কোনো রাজনৈতিক দল করতেন না। তাই তিনি যুদ্ধাপরাধী নন বলে মন্তব্য করেছিল জামাতের পেইড এজেন্ট আসিফ নজরুল।
সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তার বক্তব্যে আসিফ নজরুলকে মৌলবাদের মদদদাতা উল্লেখ করে বলেন, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। শিক্ষক নামের কলঙ্ক আসিফ নজরুলকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। জঙ্গি তালেবানের সমর্থনে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অপরাধে আসিফ নজরুলকে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুতসহ দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর কর্মসূচী ঘোষণা করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।