ইউটিউব কি শুধুই বিনোদনের জন্য ব্যবহার করা হয়? নিশ্চয়ই নয়। ইউটিউব কিন্তু আমাদের কাজে প্রয়োজন এমন বিষয়েও বেশ সহায়তা করবে পারবে যা আপনার দক্ষতা বৃদ্ধি করতে বেশ ভূমিকা রাখবে। মনের মধ্যে হয়তো নতুন প্রশ্নে এসেছে, “পাবো কীভাবে কাজের চ্যানেল?”। এই প্রশ্নের উত্তর জানাতে আমরা আপনার জন্য হাজির করেছি ইউটিউবের ৬টি চ্যানেল যা আপনার এগিয়ে চলার পথচলায় বেশ গুরুত্নপূর্ণ ভূমিকা পালন করবে। আজকের এই লেখায় জেনে আসুন আমাদের প্রয়োজনীয় ৬টি চ্যানেলের গল্প।
Common Sense Education
কমন সেন্স কখনোই শেখার বিষয় না। এটি নির্ভর করবে আপনার চর্চার মতো। আমাদের কিছু ক্ষেত্রে মনে হয় মানুষজনকে আসলেই একটি কমন সেন্স শেখানো দরকার। মানুষের ব্যক্তিগত বিষয়ের উপর নজরদারি করাসহ নানান কাজে আমাদের পরিচিত অনেকেই ব্যস্ত। আপনার হয়ে তাদের কমনসেন্স শেখাবে এই ইউটিউব চ্যানেল।
এই চ্যানেলে কেবল এসব বিষয় নিয়েই ভিডিও হয়না। আছে আরো বিষয়। এখনকার সময়ে একজন আদর্শ নাগরিকের কী কী গুণাবলি থাকা দরকার, একজন ভালো পিতা-মাতা হওয়ার জন্য আপনার কী করণীয়, শিশুর মন কীভাবে কাজ করে তা সবকিছু নিয়েই এখানে আলাদা আলাদা ভিডিও আছে। এছাড়াও এই চ্যানেলটি বর্তমান তরুণদেরো কথা বলে।
চ্যানেলের লিংক: https://www.youtube.com/user/CommonSenseEducators
Big Think
এবার এমন কিছু নিয়ে চিন্তা করি যেখানে বিজ্ঞানের সাথে জড়িয়ে আছে দর্শন এবং রাষ্ট্রনীতি। আমরা অনেকেই প্রায়সময় চিন্তায় থাকি আচ্ছা দার্শনিক মানুষদের চিন্তা ভাবনা কেমন হয়? দেশের অর্থনীতি যখন ভেঙ্গে পড়তে শুরু করে, তখন কীভাবে সামনের সিদ্ধান্ত নেয়া উচিত হয়? আমরা অনেকেই মনে করি মেধাবী মানুষজন জন্ম থেকেই মেধাবীসহ এমন লাখো চিন্তা যা আমাদের মাথায় ঘুরপাক খায় তা জানাবে এই চ্যানেল। এই চ্যানেলের ভিডিও দেখা শুরু করলে নিজেকে অন্যভাবে কল্পনা করবেন একজন ব্যক্তি। সাথে পাওয়া যাবে নিজের মনের মধ্যে সবসময় ঘুরপাক পাওয়া নানান প্রশ্নের উত্তরও। শেখা যাবে আরো অনেক নতুন নতুন বিষয়। কি? খুব মজা মনে হচ্ছেনা? এবার তবে তাহলে ঘুরেই আসুন এই চ্যানেল।
চ্যানেল লিংক: www.youtube.com/user/bigthink
The Infographics Show
আচ্ছা বলুনতো তথ্য জানতে আপনার কেমন অনুভূতি হয়? আমরা মজার কোনো তথ্যের কথা বলছি না। এমন কোনো তথ্য না যেটা গল্পের মতো পড়লেই জানা যাবে। এমন সব তথ্যের কথা বলছি না বুঝেই পড়তে হয় আমাদের। না বুঝে মুখস্ত করা মানুষরাই জানে কেমন কষ্টকর এবং বিরক্তিকর এই জিনিসটি। মাঝে মধ্যে পড়ার সময় মনে হয় না যে, এই তথ্যগুলো যদি কেউ একটি ভিন্নভাবে উপস্থাপন করে দিতো তাহলে মনে হয় আরো ভালোভাবে বিষয়টা বুঝতে পারতাম। এই চ্যানেল করবে আপনার সেই শখ পূরণ। The Infographics Show এই কাজটিই সহজ করে তুলছে আপনার জন্য। তাদের বানানো বিভিন্ন বিষয়ের উপর নানান এনিমেশন ভিডিও আপনাকে এইসব বিষয় খুব ভালোভাবে বুঝিয়ে দেবে। রাজনৈতিক, বৈজ্ঞানিক থেকে শুরু করে খেলাধুলা, চিকিৎসা সকল বিষয়ের ভিডিও আছে তাদের চ্যানেলে। ভালো ব্যাপার হচ্ছে ভিডিওগুলো সত্যিই প্রচুর তথ্যবহুল হয় এবং কার্টুন অ্যানিমেশনের কারণে বোঝা যায় পরিষ্কারভাবে। তারা শুধু তথ্যের ভিডিও নয়, বিখ্যাত মজার ঘটনার উপরও ভিডিও আছে তাদের কাছে। এছাড়া আরো নানান মজার মজার কাজ তো আছেই সাথে।
চ্যানেল লিংক: www.youtube.com/user/TheInfographicsShow
TED
এই চ্যানেলটি অনেকের কাছেই অজানা কিছু নয়। ইউটিউবে নিয়মিত শিক্ষামূলক ভিডিও দেখে কিংবা নতুন সব আইডিয়া যারা সময় কাটায় তাদের জন্য খুব পরিচিত এই চ্যানেল। টেড কি করে? টেড হলো একটি আইডিয়া শেয়ারিং প্লাটফর্ম। টেড কনফারেন্সে বিশিষ্ট ব্যক্তিবর্গের বলে যাওয়া কথা সকলের সাথে শেয়ার করা হয় এই ইউটিউব চ্যানেলে। সব বিষয়ের উপরই তারা কাজ করে আসছে বেশ অনেক আগে থেকেই এবং এটি বেশ জনপ্রিয় প্লাটফর্মদের মধ্যে অন্যতমও বলা যায়। তাদের এই কাজের একমাত্র উদ্দেশ্য সবার কাছে যাতে তাদের আইডিয়া এবং কথা গুলো ছড়িয়ে যায় খুব সহজেই। সকলের সুবিধার জন্য তারা আলাদা আলাদা চ্যানেলও ব্যবহার করে থাকে। যখন শিক্ষা নিয়ে কথা বলে সেক্ষেত্রে ব্যবহার করে Ted-ed। কোনো কনফারেন্সের ব্যাপারে তারা ব্যবহার করে Ted-talk। Ted-talk এর মজার ব্যাপারটি হলো তাদের বাছাই করা বক্তাকে ১৮ মিনিটের মাঝে তার বক্তব্য শেষ করতে হয়। বক্তা চাইলেই এমন বিষয় নিয়ে কথা বলতে পারেন যা তাদের যারা শুনছে তাদের কাজে আসবে। তা যেকোনো বিষয়েই হতে পারে।
চ্যানেল লিংক: www.youtube.com/user/TEDtalksDirector
It’s Okay To Be Smart
কোন কোন বিষয়ে আপনার খুব বেশি জানতে ইচ্ছা হয় একবার ভেবে বলুন তো। করে। আপনার পোষা কুকুরের অভ্যাস? মৌমাছির মধু? পৃথিবীর আকৃতি? চ্যানেলের নাম দেখেই সহজেই জানা যাচ্ছে কি রয়েছে এতে। আমাদের মনের আগ্রহের বিষয় নিয়েই কাজ করছে এই চ্যানেল। বুঝতে পারছো যে, এসব জানাটা খারাপ কিছু না। It’s Okay To Be Smart চ্যানেলটি আপনাকে সাহায্য করবে আপনার মনের মধ্যে থাকা কথাটির ব্যাপারে বিষদভাবে জানতে। আপনার সামনে এই চ্যানেল তুলে ধরবে পৃথিবীর সকল রহস্যের অলিগলির রহস্যের বাক্
চ্যানেল লিংক: www.youtube.com/user/itsokaytobesmart
Vsauce
বিজ্ঞান নিয়ে কতোভাবে চিন্তা করতে পারেন? কতকিছুই আছে তার হিসাবও আছে কয়জন থেকে। পৃথিবী, মহাশূন্য, গণিত, পদার্থ বিজ্ঞান, মানুষের মন আরও কতো কী! এর সবকিছুর প্রশ্ন, উত্তরের সবকিছু জানাবে আপনাকে এই চ্যানেল। যদি পৃথিবীর সবাই একসাথে লাফ দিতো তাহলে ব্যাপারটা কেমন হত? কী হতো যদি হঠাৎ করে আমাদের সৌরজগতের সূর্যটি গায়েব হয়ে যেতো? বিজ্ঞানের লাখো প্রশ্নের উত্তর মিলবে এই চ্যানেলের প্রতিটি ভিডিওতে। এটি কাজ করছে বিজ্ঞানের বড় তত্ত্ব এবং ধারণা নিয়ে সঠিক তথ্য সকলের কাছে তুলে ধরতে। এখানে যেভাবে আলোচনা করা হয়, তা আপনাকে নিশ্চয়ই বিজ্ঞান নিয়ে নতুনভাবে ভাবাতে একপ্রকার বাধ্য করবে বলা যায়।
চ্যানেল লিংক: www.youtube.com/user/Vsauce