রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুরে ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে রিয়াজ মোল্লা (১৫) নামের এক স্কুলছাত্র আহত হয়েছে। তাকে প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। রিয়াজ উপজেলার বহরপুর ইউনিয়নের মাতলাখালী গ্রামের লিটন মোল্লার ছেলে। সে বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে লিটন মোল্লার বাড়িতে বিকট শব্দ হয়। সে সময় ওই বাড়িতে গিয়ে দেখা যায়, রিয়াজের হাত ঝলসানো ও পা দিয়ে রক্ত ঝরছে। সে জানিয়েছে, ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য (মেম্বার) খলিলুর রহমান জানান, তিনি শুনেছেন ম্যাচের কাঠি দিয়ে ইউটিউব দেখে পটকা বানাচ্ছিল রিয়াজ। সে সময় এ ঘটনা ঘটে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, “বিস্ফোরণে রিয়াজের হাত ও পায়ে ক্ষত হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে।”