বাড়ছে ইন্টারনেটের দাম!

0

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) এর লাইসেন্স ফি ২৫ গুণ ও লাইসেন্স নবায়ন ফি ৫ গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (BTRC)! বর্তমানে নেশনওয়াইড (সারাদেশে যারা সংযোগ দিতে পারবে) আইএসপি কোম্পানির লাইসেন্স ফি ১ লাখ টাকা। এটাকে ২৫ লক্ষ টাকা করার প্রস্তাব করেছে কমিশন। এছাড়া রয়েছে লাইসেন্স নবায়ন ফি ১ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা করার প্রস্তাব।
Internet

আর জোনাল (যারা নির্দিষ্ট কোন অঞ্চলে সংযোগ দিতে পারে) আইএসপির লাইসেন্স ফি ১০ লাখ টাকা ও নবায়ন ফি ২ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। যা আগে ছিল ৫০, ০০০।

এছাড়া আইএসপি কোম্পানির লভ্যাংশের ২ শতাংশ বিটিআরসিকে দিতে হবে। এর মাঝে ১ শতাংশ রেভিনিউ শেয়ারিং এবং ১ শতাংশ সামাজিক নিরাপত্তা সুরক্ষা তহবিলের জন্য।
BTRC

এই প্রস্তাব কার্যকর হলে দেশের ৫৯০ টি আইএসপি কোম্পানিকে নতুন বর্ধিত মূল্যে লাইসেন্স নবায়ন করতে হবে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশন অব বাংলাদেশ (ISPAB)  বিটিআরসির এ উদ্যোগে উদ্বেগ জানিয়েছে।এই বর্ধিত খরচ উঠাতে কোম্পানি গুলোকে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের মূল্য বাড়িয়ে দিতে হবে এবং সেবার মানও হয়ত কমিয়ে দিতে হবে বলে শংকা তাদের। এতে ক্ষতিগ্রস্ত হবে প্রায় অর্ধকোটি গ্রাহক।

ইন্টারনেটের মূল্য এভাবে বাড়াতে হলে ডিজিটাল বাংলাদেশের পথে যাত্রায় তা অন্তরায় হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে