১. সাহিত্য সর্ম্পকে আপনার ধারণা কি? শিক্ষার বাইরে আপনার পড়ার প্রিয় বিষয় কি কি? সম্প্রতি কোন বই পড়েছেন? বইটি সম্পর্কে বলুন?
২. আপনার প্রিয় মুভি পরিচালক কে? এমন কোন ফরেন ল্যাঙ্গয়েজ মুভি আছে, যা আপনার চিন্তা-ধারা বদলে দিয়েছে?
৩. আপনি কিছু লিখেছেন কখনও, গল্প, কবিতা, ডায়েরি কিংবা আর্টিক্যাল? আপনার প্রিয় বিষয় কি লেখা-লেখির?
৪. কাজ বিষয়ে আপনার মনোভাব কেমন? কায়িক শ্রমের মধ্যে আপনার করা কঠিন কাজ কোনগুলো?
৫. জনসেবামূলক কোনো কাজ কি আপনি করেছেন সম্প্রতি? যেমন?
৬. মোবাইল ইন্টারনেট সর্ম্পকে আপনার ধারণা বলুন এবং কীভাবে তা কর্মক্ষেত্রে ব্যবহার করা যায়?
৭. ইন্টারনেটে আপনার প্রিয় ওয়েবসাইট কোনগুলো? কি কারণে সাইটগুলো আপনার পছন্দের?
৮. ইউটিউবে কোন ভিডিও চ্যানেলটি আপনার পছন্দের? কোন কোন এডুকেশনাল ম্যাটেরিয়ালস আপনি এক্সেস করেন?
৯. গুগুল সার্চ দৈনিক কতবার ব্যবহার করেন? আপনার কি মনে হয় ইন্টারনেট আপনার জীবন-যাত্রা বদলে দিয়েছে?
১০. আপনি কি নতুন কিছু জানতে আগ্রহী? এমন কিছু বিষয় বলুন, যা সম্প্রতি আপনি জেনেছেন।
১১. বাংলাদেশ আপনার কেমন লাগে? অন্য কোন দেশকে আপনার আদর্শ মনে হয় এবং কেন?
১২. এখন আপনি যেখানে, সেখানে আসতে আপনার এমন কোনো কঠিন অধ্যায় পার হতে হয়েছে, যা শেয়ার করা যায়?
ট্রাই যে করি নি তা নয়, কিন্তু দুঃখজনক, আমাদের প্রজন্মের যুবারা খুব এবং খুবই কম জানে, এমন কি পড়া-শোনার পরিমন্ডলেও তাদের সক্ষমতা আশংকাজনক!!!
Tarikul Islam
Manager-HR at AB Electronics