ইবিতে হল বন্ধ রেখে স্বশরীরে পরীক্ষার সিদ্ধান্ত

0
ইবিতে হল বন্ধ রেখে স্বশরীরে পরীক্ষার সিদ্ধান্ত

আবাসিক হলসমূহ বন্ধ রেখে স্বশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ।

আজ শনিবার এক জরুরি বৈঠকে নেওয়া সিদ্ধান্তে বলা হয় ১২ সেপ্টেম্বর থেকে বিভাগগুলো চাইলে স্বাস্থবিধি মেনে অনার্স-মাস্টার্সের চুড়ান্ত পরীক্ষা নিতে পারবে।

পরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে দেওয়া এক জরুরী বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যেসকল বিভাগ প্রস্তুত আছে, তারা আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্বশরীরে পরীক্ষা নিতে পারবে। বিভাগগুলো তাদের স্ব স্ব একাডেমিক কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষা নিতে পারবে। তবে একদিনে বিভাগের একটি বর্ষের বেশি পরীক্ষা নিতে পারবে না। কোনো বিভাগ চাইলে অনলাইনেও তাদের পরীক্ষা নিতে পারবে। পরীক্ষা চলাকালীন আবাসিক হলসমূহ সরকারী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বন্ধ থাকবে।

একই বৈঠকে শিক্ষার্থীদের ২০২০-২১ অর্থবছরের হল ও পরিবহন ফি মওকুফেরও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা তাদের ২০২০-২১ অর্থবছরের হল ও পরিবহন ফি মওকুফ করেছি। করোনার কারণে যদি আরও বেশি সময় ক্যাম্পাস বন্ধ থাকে তাহলে আবারও বিষয়টি বিবেচনায় আনা হবে। বিভাগগুলো তাদের সুবিধানুযায়ী অনলাইন পরীক্ষার পাশাপাশি সশরীরে পরীক্ষা নিতে পারবে।