ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে জর্ডানের বাদশাহর গোপন বৈঠক

0

ইসরাইলের সদ্য নির্বাচিত নতুন প্রধানমন্ত্রী নেফতালি বেনেট সম্প্রতি জর্ডানের বাদশাহ আব্দুল্লাহর সঙ্গে গোপন বৈঠক করেছেন ।

হারেৎজসহ ইসরাইলের বেশ কয়েকটি পত্রিকায় গোপন বৈঠকটি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে জানানো হয়েছে গত সপ্তাহে আম্মানে এই গোপন বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল দুই নেতার মধ্যে। খবর আরব নিউজের।

ইসরাইলি পত্রিকার খবরে জানানো হয়েছে, ইসরায়েল-জর্ডানের পুরনো সম্পর্ককে নতুন করে ঝালিয়ে নিতেই সদ্য নবনির্বাচিত ইসরাইলি প্রধানমন্ত্রী আম্মানে জর্ডানের বাদশাহের সঙ্গে ওই বৈঠক করেন।

হারেৎজের প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে সম্পর্ক অধিক উন্নয়নের জন্য দুই দেশের রাষ্ট্রপ্রধান জর্ডানের রাজধানী আম্মানে এই বৈঠকটি করেন। বৈঠকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে কথা বলা হয়।

সম্প্রতি পবিত্র মসজিদ আল-আকসায় মুসলিমদের ওপর বর্বর হামলা এবং গাজার নিরপরাধ মুক্তিকামী ফিলিস্তিনিদের ওপর নির্বিচার বোমা হামলার কারণে ইসরাইলের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল জর্ডানের।