বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার পরে বায়তুল মোকাররম থেকে শুরু হয় মিছিলটি। মিছিল পল্টন মোড় হয়ে বিজয়নগর, কাকড়াইল হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে পুলিশের বাধার মুখে শেষ হয়। মিছিলে মিয়ানমারের জাতীয় পতাকা পোড়ানো হয়।
মিছিলটি পণ্ড হয়ে যাওয়ায় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীসহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি দেওয়ার জন্য যাত্রা করে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম মিছিলের আগে সমাবেশে বলেন, ‘যাদের মধ্যে মানবতা আছে তারা মিয়ানমারে নিষ্ঠুরতা সহ্য করবে না। আমাদের প্রধানমন্ত্রীর বিবেকও নাড়া দিয়েছে। এজন্য তাকে ধন্যবাদ জানাই।
তিনি জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান। এছাড়া প্রয়োজনে মিয়ানমার অভিমুখী লংমার্চ করা হবে বলেও জানান তিনি।
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ।