ইনসাইড ডেস্ক
১৮৭ পিস ইয়াবাসহ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান গেটে এক কারারক্ষীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশের সময় তাঁকে আটক করা হয়।
সংশ্লিষ্ট কারারক্ষীর নাম শাহিনুল ইসলাম (২৮)। তিনি ঢাকার ধামরাই থানার বাধানগর এলাকার বাসিন্দা আবদুল জলিলের ছেলে। শাহিনুল ইসলাম কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কারারক্ষী হিসেবে কর্মরত।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গাজীপুরের কাশিমপুর কারাগারের প্রধান ফটক দিয়ে কারারক্ষী শাহিনুল ইসলাম বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভেতরে প্রবেশ করছিলেন। এ সময়ে সন্দেহজনক মনে হওয়ায় কারাগারের প্রধান গেটে কর্মরত কারারক্ষীরা তাঁকে তল্লাশি করেন। একপর্যায়ে শাহিনুলের আন্ডারওয়্যারের ভেতর থেকে ১৮৭টি ইয়াবা বড়ি পাওয়া যায়। এরপর কারা কর্তৃপক্ষ থানায় খবর দিলে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারারক্ষী শাহিনুল ইসলামকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে।
প্রসঙ্গত, এর পূর্বেও বিভিন্ন সময় মাদক ও ইয়াবা নিয়ে প্রবেশের সময় বেশ কয়েকজন কারারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছিল।
গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক আল মমিন এ প্রসঙ্গে জানান, এ ব্যাপারে কোনাবাড়ী থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে গত ২৯ এপ্রিল রাতে ৩২৮টি ইয়াবা বড়ি নিয়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ প্রবেশের সময় আটক হয়েছিলেন পিন্টু মিয়া (২৮) নামের এক কারারক্ষী। পিন্টু মিয়া কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ কারারক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন।