কোভিড নিয়ন্ত্রণে বর্তমানে চলমান লকডাউন আগামী ১৫ জুলাই (বৃহস্পতিবার) থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। এরপর ২৩ জুলাই থেকে পুনরায় কঠোর বিধিনিষেধ জারি করা হবে।
এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার থেকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করার কথা সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
সরকারি সূত্র মোতাবেক, লকডাউন শিথিল করা হলে স্বাস্থ্যবিধি মেনে সকল ধরনের গণপরিবহন এবং শপিং মলসহ দোকানপাট খোলা রাখা যাবে। কিন্তু আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলতে হবে গণপরিবহনগুলোকে। কোরবানির হাটও বসানো যাবে।
কোভিডের সংক্রমণ নিয়ন্ত্রণে গত ১ জুলাই থেকে দেশব্যাপী কঠোর লকডাউন চলছে। প্রথমে ৭ জুলাই পর্যন্ত লকডাউন থাকলেও পরে তা আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়, যা আগামী বুধবার (১৪ জুলাই) শেষ হবে।