উচ্চশিক্ষার সাক্ষাৎকার

0
উচ্চশিক্ষার সাক্ষাৎকার

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন আমাদের অনেকের রয়েছে। অনেকে আবার ভালো একটা স্কলারশিপ পেতে চাই। বিদেশের অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে আবেদন করার পরে আবেদনকৃত স্টুডেন্টদের ভিডিও কলের মাধ্যমে একটি সাক্ষাৎকার নেওয়া হয় । তারা মূলত স্টুডেন্টদেরকে দেখতে চায়,তাদের সাথে কথা বলতে চায়,ইংরেজী বা আপনার পড়াশোনা যে মাধ্যমে হবে সে বিষয়ে নিজস্ব ভাষাজ্ঞান কেমন সেটাও দেখে। আপনি যে বিদেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান সে বিষয়ে আগ্রহ উৎসাহ উদ্দীপনা,লক্ষ্য,কর্ম পরিকল্পনা ইত্যাদি বিষয় দেখতে ও জানতে চায়। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীদের সাক্ষাৎকারের বিষয়ে খুব একটা ভালো ধারণা না থাকায় তারা খুব ভয় পায়। আমার অভিজ্ঞতা থেকে বলছি এই সাক্ষাৎকার মোটেও খুব একটা কঠিন না।
সাক্ষাৎকারে ভালো করার জন্য জানতে হবে সঠিক কৌশল ও বাড়াতে হবে নিজের কনফিডেন্স আত্নবিশ্বাস। তাই পুরো লেখাটি মন দিয়ে পড়লে বিদেশে উচ্চশিক্ষার জন্য আপনাদের জন্য সাক্ষাৎকারটি হতে পারে সবচেয়ে সহজ।

সাক্ষাৎকার নেওয়ার ধরণ –

  • প্রথমে ইউনিভার্সিটিতে আবেদন করার পরে আপনার ডকুমেন্টস সমূহের প্রাথমিক যাচাই-বাছাই হবে।এরপর প্রাথমিকভাবে উর্ণীত স্টুডেন্টদেরকে অনলাইন পোর্টালে অথবা সরাসরি ই-মেইল করে জানানো হয় কখন সাক্ষাৎকার নেওয়া হবে এবং কিভাবে এ সাক্ষাৎকারে শিক্ষার্থী অংশ নিতে পারবে।
  • এরপর আপনি আপনার Wechat/Skype Id / QQ/VOOV Meeting ইত্যাদি মাধ্যম এ যুক্ত হয়ে নিবেন।
  • আপনাকে জানতে হবে সাক্ষাৎকার আসলে কেমন হয়,কত মিনিটের হয় এবং কেমন প্রশ্ন সেখানে করা হয়।
  • সাক্ষাৎকার শুরু হওয়ার আগেই অনলাইনে থাকবেন এবং ইন্টারনেট কানেকশন যেন ভালো হয়। পরিস্কার জামা কাপড় পরতে হবে এবং পরিপাটি হয়ে থাকবেন।
  • সাক্ষাৎকার একজনও নিতে পারে আবার একটা টিমও নিতে পারে।প্রশ্ন করা হবে ইংরেজিতে,তবে আপনি যেদেশে পড়তে যাবেন সেদেশের নিজস্ব ভাষায় পড়তে চাইলে সে ভাষাতেও কিছু প্রশ্ন করবে।
  • যতক্ষণ সাক্ষাৎকার নেওয়া হবে, চেষ্টা করবেন মুখে হাসি রেখে সুন্দর,সাবলীলভাবে প্রাসঙ্গিক উত্তর করতে।তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই।
  • সাক্ষাৎকারের সময় আপনি যেখানে থাকবেন সেখানে যেন পর্যাপ্ত আলো থাকে এবং অবশ্যই কোলাহলমুক্ত পরিবেশ যেন হয়।
  • সাক্ষাৎকারের সময়ের বিষয়ে খেয়াল রাখবেন।তারা হয়তো তাদের দেশের নিজস্ব সময়ে কথা আপনাকে জানিয়েছে।আপনি আগে থেকেই সে বিষয়টি খেয়াল করে বাংলাদেশ সময়ে কখন সাক্ষাৎকার তা ঠিক করে রাখবেন।
  • আপনার সিভি এবং তারা আপনার সম্পর্কে যতটুকু জানে, সে সম্পর্কে নিজে সব জেনে রাখবেন। মানে নিজের সম্পর্কে নিজে জানবেন।

অনেকে আবার যখন ইন্টারভিউতে অংশ নেওয়ার কথা তখন অতিরিক্ত অংশগ্রহণকারী/কোনো কারণে তিনি অংশ নিতে পারেননা। কি করবেন আপনি তখন? চিন্তার কারণ নেই,অধিক স্টুডেন্ট আবেদন করার কারণে তারা ২-৩ টি স্লটে ভাগ করে ইন্টারভিউ নেয়। আপনার যদি প্রথম স্লট মিস করেন তবে সেটার কারণ তাদের জানান এবং পরবর্তীতে সাক্ষাৎকার নেওয়ার জন্য অনুরোধ করেন। আর অন্যান্য কারণ থাকলেও জানাতে পারেন। ই-মেইল করুন, বেশিরভাগ ক্ষেত্রেই পরের স্লটে সাক্ষাৎকার নেওয়া হয়।