বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের রহস্যজনকভাবে নিখোঁজ থাকার ৪ মাস পর খোঁজ পাওয়া গেলো পুলিশের কাছে। নৌমন্ত্রী শাজাহান খানের ওপর হামলা চেষ্টার অভিযোগে গুলশান থানায় দায়ের হওয়া নাশকতার একটি পুরোনো মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) আমিনুর রহমানকে গ্রেফতার দেখিয়েছে।
ওই মামলায় শনিবার আমিনুর রহমানের ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠায় মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত এম এম আমিনুর রহমানকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তবে গত ৪ মাস নিখোঁজ এ নেতা কোথায় ছিলেন, কে তাকে অপহরণ করেছে-কি উদ্দেশ্যে করেছে এর কোন জবাব পুলিশের কাছে পাওয়া যায়নি।
ডিবি’র (উত্তর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহজাহান সাজু জানান, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে শুক্রবার দিবাগত গভীর রাতে বাড্ডার শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের সামনের রাস্তা থেকে গ্রেফতার করা হয়েছে।
কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম সাংবাদিকদের বলেন, গত ২৭ আগস্ট তার দলের মহাসচিব নিখোঁজ হন। শুক্রবার দিবাগত রাতে তার ফোন খোলা পাওয়া যায়। পরে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।