উদ্-বিড়াল হত্যার কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা

0
উদ্-বিড়াল হত্যার কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় উদ্‌বিড়াল হত্যার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন প্রাণীটি হত্যায় জড়িত ব্যক্তিরা।শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রামের রবীন্দ্রনাথ বর্মণ, ঝন্টু বর্মণ ও হরিদাস বর্মণ বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে স্বশরীরে হাজির হয়ে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ গণমাধ্যমকে জানান, সুন্দরবনসংলগ্ন কলবাড়ি গ্রামে গত বুধবার সন্ধ্যায় একটি উদ্‌বিড়ালকে (ভোঁদড়) কয়েকজন মিলে পিটিয়ে হত্যা করেন। হত্যার অভিযোগে বুড়িগোয়ালিনী গ্রামের রবীন্দ্রনাথ বর্মণ, ঝন্টু বর্মণ ও হরিদাসকে আজ বুড়িগোয়ালিনী ফরেস্ট অফিসে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার পর তাঁরা আজ ফরেস্ট অফিসে হাজির হয়ে লিখিতভাবে ক্ষমা আবেদন করেন। তাঁরা আবেদনে লেখেন, উদ্‌বিড়ালটি তাঁদের বাড়িসংলগ্ন পুকুরে ঢুকে মাছ খেয়ে ক্ষয়ক্ষতি করছিল। তাঁরা প্রথমে উদ্‌বিড়ালটি তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরে জাল দিয়ে উদ্‌বিড়ালটি ধরে কয়েকজন মিলে পিটিয়ে হত্যা করেন। তাঁরা জানতেন না যে উদ্‌বিড়াল হত্যা করা অন্যায়। উদ্‌বিড়াল হত্যার জন্য তাঁরা অনেক দুঃখিত ও মর্মাহত। ভবিষ্যতে এ ধরনের কাজ আর কখনো করবেন না এমন ভাষ্য দিয়েছেন। এ অপরাধের জন্য তাঁরা ক্ষমা প্রার্থনা করছেন।