এই বছর ই অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক গেমসে অংশ নেওয়ার এক মতবিনিময় আলোচনা প্রশ্নে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করতে ৯ জানুয়ারি উচ্চ পর্যায়ের বৈঠকের প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। জানা যায় ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য শীতকালীন এই অলিম্পিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দল পাঠানোর কথা ভাবছেন বলে জানানোর পর দক্ষিণ কোরিয়া এই বৈঠক আহ্বান করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সমন্বয় মন্ত্রী চো মিয়ং জ্যাং প্রস্তাব দিয়েছেন দুই দেশের প্রতিনিধিরা ‘অস্ত্রবিরতির গ্রাম’ হিসেবে পরিচিত পানমুনজমে আলোচনায় বসতে পারে। দুই কোরিয়ার সীমন্তবর্তী সুরক্ষিত গ্রামটি নিরস্ত্র অঞ্চল বলে পরিচিত। এখানে আগেও দুই কোরিয়ার প্রতিনিধিদের আলোচনা হয়েছে বলে জানা যায়।
চো মিয়ং জ্যাং আরো বলেন, ‘আশা করছি উত্তর আর দক্ষিণ মুখোমুখি বসে শীতকালীন অলিম্পিকে অংশ নেওয়ার আলোচনার পাশাপাশি দুই পক্ষের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনায় অগ্রগতি আনতে পারবে।’
মন্ত্রিপরিষদের এক বৈঠকে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন বলেছেন, এরইমধ্যে আমি অলিম্পিক গেমসকে ‘শান্তিপ্রক্রিয়ার ক্ষেত্রভূমি’ বানানোর প্রস্তাব দিয়েছি। সংশ্লিষ্ট মন্ত্রী এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে তাতে উত্তর কোরিয়ার অংশগ্রহণ নিশ্চিত করবেন।
মুন জায়ে ইন জানান এই সময়ে উত্তর কোরিয়ার বিতর্কিত পরমাণু কর্মসূচি বিষয়ে দক্ষিণ কোরিয়া নিজেদের মিত্রদের সঙ্গে যোগাযোগ স্থগিত রাখবে।
এর আগে নববর্ষে রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া ভাষণে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিকে অ্যাথলেটিক পাঠানোর আগ্রহ দেখান। তিনি দুই পক্ষকে দ্রুত এই বিষয়ে আলোচনায় বসার তাগিদ দেন।
দেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এর আগে বলেছিলেন তিনি এই প্রস্তাবকে দুই কোরিয়ার দীর্ঘ উত্তেজনা প্রশমনের একটি সুযোগ হিসেবে দেখছেন। সোমবার দক্ষিণ কোরিয়াকে আলোচনার প্রস্তাব দেওয়ার ভাষণে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলেছিলেন, পারমাণবিক অস্ত্রের সুইচ তার টেবিলেই রাখা আছে।