ঋণের বোঝা সহ্য করতে না পেরে আত্মহত্যা

0

বগুড়ার শেরপুরে ঋণের বোঝা সইতে না পেরে ইনছান আলী (৩৬) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে

মৃত ব্যক্তি শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনী গ্রামের আবুল হোসেনের ছেলে। বৃহস্পতিবার বসতবাড়ির ঘুমানোর কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ইনছান আলী গরু ব্যবসায়ী ছিলেন। ব্যবসার জন্য বিভিন্ন ব্যক্তি ও এনজিও সংস্থা থেকে চড়া সুদে তিনি কয়েক লাখ টাকা ঋণ নিয়েছিলেন। এই ঋণের পরিমাণ পর্যায়ক্রমে আরও বাড়তে থাকে। গরু ব্যবসায় যে টাকা লাভ হতো সেটি দিয়ে তিনি এনজিওর কিস্তি ও সুদের টাকা পরিশোধ করে দিতেন। কিন্তু কোভিডের কারণে ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ হয়ে যায়। তাই অনেকদিন যাবৎ কিস্তি ও সুদের টাকা দিতে পারছিলেন না। এতে অনেক টাকা বকেয়া পড়ে যায় তার। এসব বিষয়ে দেখা যায় পারিবারিকভাবেও অশান্তি। সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে বৃহস্পতিবার সকলের অজান্তে ঘরের জানালা দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ইনছান।

দীর্ঘসময় কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজায় গিয়ে ডাকাডাকি শুরু করেন। কিন্তু কোনো উত্তর না আসায় দরজা ভেঙে ইনছান আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেশ পরিবারের লোকজন। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

শেরপুর থানার উপপরিদর্শক সাচ্চু বিশ্বাস জানান, কারো কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্য নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।