একই ঘরে মিললো দোকান মালিক ও কর্মচারীর লাশ

0
লাশ হত্যা murder dead মৃত্যু

কুমিল্লার ইছাপুরা গ্রামে মঙ্গলবার সকালে একটি ঘর থেকে মুদি দোকানের মালিক-কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে; যাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা।

জেলার লালমাই থানার ওসিমোহাম্মদ আইয়ুব জানান, বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রামের একটি ঘর থেকে তারা লাশ দুইটি উদ্ধার করেন।

নিহতদের একজন ওই গ্রামের হাসানুজ্জামানের ছেলে মুদিদোকানি হায়াতুন্নবী শরিফ ওরফে শরিফুল ইসলাম (২৬) ও অপরজন একই গ্রামের আবুল হাশেমের ছেলে ফয়েজ আহমেদ (২৭)। ফয়েজ শরীফের দোকানের কর্মচারী ছিলেন।

স্থানীয় সূত্র মতে, শরিফের বাবা-মা সোমবার রাতে মেয়ের বাড়ি বেড়াতে গেলে রাতে শরিফ ও ফয়েজ দোকান বন্ধ করে শরিফের বাড়ির একটি ঘরে ঘুমান। পরবর্তীতে মঙ্গলবার সকালে তাদের সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে লাশ দেখতে পান স্বজনরা। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

ওসি আইয়ুব সাংবাদিকদের বলেন, শরিফুলকে ফাঁস দেওয়া অবস্থায় আর কর্মচারী ফয়েজকে বিছানায় রক্তমাথা অবস্থায় পাওয়া গেছে।

“ধারণা করা যাচ্ছে ফয়েজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং শরিফুলকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে।”

পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি আইয়ুব।