কাছাকাছি ঘুরতে যাবার জন্য ভালো জায়গা। একদিনেই পানাম সিটি এবং সোনারগাঁ জাদুঘর ঘুরে আসতে পারেন।
ঢাকার গুলিস্তান থেকে বোরাক বাসে করে যেতে পারেন। আর যারা ব্যক্তিগত বাইক বা গাড়িতে যাবেন তারা সরাসরি চিটাগাং রোড দিয়ে মদনপুর এর দিকে আগাবেন। কাচপুর ব্রীজ থেকে ৪/৫ কিমি আগালেই চৈতী গার্মেন্টস পাবেন। ওটার পাশ দিয়ে যে রাস্তা গেছে ওটা ধরে আগালেই পানাম সিটি এবং কারুশিল্প জাদুঘর।
যারা পুরানো স্থাপনা দেখতে পছন্দ করেন বা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য আদর্শ জায়গা পানাম সিটি। আশে পাশে ২/ ১ টা হোটেল আছে খাবারের। দুপুরের খাবারটা এখানেই সেরে নিতে পারেন। পড়ন্ত বিকেলে লাল ইটের দেয়ালে রোদের ঝলকানি অসাধারণ একটা ব্যপার। ভিন্নধর্মি একটা ফিল পাবেন। ফেরার পথে ঢু মারুন কারু পল্লীতে। আশা করি অল্প সময়ে ভালো একটা ট্যুর হবে। সময়টা ভালোই কাটবে।
পানাম সিটির প্রবেশ ফি জনপ্রতি ১৫ টাকা
জাদুঘর – জনপ্রতি ৩০ টাকা।
ব্যক্তিগত কথা: ঘুরবার সময় খেয়াল করলাম পানাম সিটিতে এদিক ওদিক অনেকে কাগজ, ঠোঙা ফেলছে। পানের পিক ফেলছে। কারুশিল্প জাদুঘর এ ঢুকে জিনিসে হাত দিয়ে নাড়াচাড়া করছে। ব্যপারগুলো খেয়াল রাখবেন কাইন্ডলি। আমাদের হাতে যেন আমাদের ঘুরবার জায়গাগুলো নষ্ট না হয়।