একদিনের ব্যবধানে আবারো ভেসে এলো মৃত ডলফিন

0
একদিনের ব্যবধানে আবারো ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে মাত্র একদিন পর আবারও একটি মৃত ডলফিন ভেসে এসেছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ছয় ফুট লম্বা মৃত ডলফিনটি স্থানীয়রা দেখতে পান। পরে এটিকে স্থানীয়দের উদ্যোগে মাটিচাপা দেওয়া হয়েছে।

বুধবার মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে একই সৈকত থেকে মৃত ২টি ডলফিন উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়।

এদিকে গত দুই বছরে প্রচুর সামুদ্রিক স্তন্যপায়ী ডলফিন, তিমিসহ বিভিন্ন প্রজাতির প্রাণী মৃত অবস্থায় ভেসে এসেছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। এ সময়ের মধ্যে অন্তত ৩০টি বিভিন্ন প্রজাতির মৃত ডলফিন ও ২টি মৃত তিমি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগরের ট্রলিং বোট ও ট্রলারের ধাক্কায় এমনকি সাগরে মাছধরা জেলেদের জালে জড়িয়ে অথবা সামুদ্রিক বিষাক্ত শৈবাল খেয়ে এসব সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী মারা গেছে বলে স্থানীয় জেলে এবং একটি গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

ওয়ার্ল্ড ফিশের ইকোফিশ টু প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি গণমাধ্যমক বলেন, যেসব মৃত ডলফিন কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে। এর অধিকাংশের শরীরে আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া জালে আটকে মারা যাওয়ার একাধিক প্রমাণও রয়েছে।

এসব মৃত ডলফিনে শরীরের চামড়া অনেকটা উঠে গেছে। তাদের ধারণা— এটি জেলেদের জালে আঘাতপ্রাপ্ত হয়ে তিন থেকে চার দিন আগে মারা যায় এসব প্রাণী। বন বিভাগ ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে বলেও দাবি করেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।

পটুয়াখালী জেলা বন বিভাগের কর্মকর্তা তারিকুল ইলসাম গণমাধ্যমকে বলেন, মৃত এ ডলফিনগুলো সংরক্ষণ করা হবে। মৃত্যু রহস্য উদ্ঘাটনে এগুলোর ময়নাতদন্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।