এক সপ্তাহের মধ্যে দক্ষিণ আফ্রিকায় মারা গেলেন ৪ নোয়াখালী প্রবাসী

0
নোয়াখালী Noakhali

দক্ষিণ আফ্রিকায় গত ১৮ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে এক সপ্তাহে নোয়াখালী জেলার চারজন প্রবাসীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে দুইজন, ক্যান্সারে একজন ও ডাকাতের হাতে একজন খুন হয়েছেন বলে জানা গেছে।

বুধবার দক্ষিণ আফ্রিকা প্রবাসী কমিউনিটি নেতা গোলাম ছারওয়ার পারভেজ ও নিহতদের পারিবারিক সূত্র গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চত করেন।

তাদের থেকে জানা যায়, গত ১৮ জুলাই দেশটির ইস্টার্ন কেপ প্রদেশে ইসলাম হোসেন নামে নোয়াখালীর এক বাসিন্দা করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। অপরদিকে ওই একই দিনেই নোয়াখালীর মাইজদীর এক বাসিন্দা ক্যান্সারে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেইট প্রদেশের ব্লুমফন্টেইনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এছাড়া গত ২৪ জুলাই পুমা লাঙ্গা প্রদেশের আমাসপোর্টে বোরহান উদ্দিন মানিক নামের নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা একজন ডাকাতের হাতে খুন হন এবং গত ২৬ জুলাই কেপটাউনে করোনা আক্রান্ত হয়ে নোয়াখালী জেলার মাইজদীর বাসিন্দা মেহেদী হাসান শিপলু মৃত্যুবরণ করেন।