এবারের লকডাউনকে কেন্দ্র করে তথ্যমন্ত্রীর প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের চট্টগ্রামের বাসায় গত ১ জুলাই সকাল থেকে প্রতিদিনই তৈরি হচ্ছে প্রায় দুই শতাধিক মানুষের খাবার। প্রতিদিন সেই খাবার পৌঁছে দেয়া হচ্ছে অসহায় মানুষদের কাছে।

জানা যায়, প্রতিদিন সকাল হলেই শুরু হয়ে যায় মন্ত্রীর বাসায় ব্যস্ততা। কেউ কেউ মাংস, আলু, পেঁয়াজসহ অন্য মসলা কেটেকুটে পরিষ্কার করে দিচ্ছেন তো কেউ কেউ আবার বড় পাতিলে রান্না বসাতে ব্যস্ত। এরপর রান্না শেষে বেলা সাড়ে ১২টার আগেই সেসব খাবার প্যাকেট করা হয়। তারপর বাসায় তৈরি করা এসব খাবারের প্যাকেট তুলে দেয়া হয় অসহায় দরিদ্র মানুষদের মাঝে।

এ বিষয়ে তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ বলেন, ‘ সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিন (১ জুলাই) থেকে এই পর্যন্ত প্রতিদিনই দুই শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে। যতদিন লকডাউন চলবে ততদিন পর্যন্ত প্রতিদিন এ খাবার বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া লকডাউন শেষ হওয়ার পরেও সপ্তাহে অন্তত দুই-তিনদিন আমাদের এ খাবার বিতরণের কর্মসূচি অব্যাহত থাকবে।’

সর্বশেষ আজ মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরেও নগরীর দেওয়ানজি পুকুরপাড় এলাকায় ফুটপাতে থাকা দুই শতাধিক পথচারী, রিকশাচালক, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের মাঝে এই খাবার বিতরণ করার খবর পাওয়া গেছে।