কুমিল্লা অঞ্চলে সংক্রমণ অত্যধিক বেড়ে যাওয়ায় আক্রান্তদের দ্রুত শনাক্ত করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) করোনার নমুনা পরীক্ষায় আরটিপিসিআর ল্যাব স্থাপন্ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ ল্যাবে শুধুমাত্র বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা নমুনাগুলোই নমুনা পরীক্ষা করা হবে।
এ বিষয়ে কুবি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী গনমাধ্যমকে জানান, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. আবু তাহের বলেন, ‘শিক্ষামন্ত্রীর পরামর্শে বিশ্ববিদ্যালয়ের মহামান্য উপাচার্য এ সিদ্ধান্ত নিয়েছেন। ক্রান্তিকালীন এ সময়ে আমাদের সবাইকেই পাশে দাঁড়াতে হবে। আর আমরা এটা ২-৩ সপ্তাহের মধ্যেই চূড়ান্ত করতে পারবো বলে আশাবাদি।