এবার বাইরে থেকে আসতে দেওয়া হবে না গরু

0
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

কোরবানির জন্য দেশের বাইরে থেকে গবাদিপশু দেশে আসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। রোববার ডিএনসিসি ডিজিটাল হাটের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘সামনের কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত রয়েছে। গত দুটি কোরবানির ঈদেও আমরা দেশের বাইরে থেকে গবাদিপশু আসতে দিইনি। তাতে পশুর সংকট দেখা যায়নি। এ বছরও দেশে পর্যাপ্ত কোরবানির গবাদিপশু রয়েছে। সীমান্তেও আমরা কথা বলেছি, যেনো চোরাইপথে বা অন্য কোনো পথে একটা পশুও দেশের ভেতর আসতে না পারে। আমাদের দেশীয় খামারিদের কথা মনে রাখতে হবে। খামারিরা অনেক কষ্ট করে খামার তৈরি করেছেন, বিনিয়োগ করেছেন। তাঁদের পশু বিক্রি হবে না, এটা মেনে নেওয়া যায় না।’

শ ম রেজাউল করিম বলেন, শেখ হাসিনা সরকারের সময়ে বাংলাদেশে প্রাণিসম্পদের অভাবনীয় সাফল্য এসেছে। দেশে এখন ৪১ কোটি ২২ লাখ ৪৪ হাজার গবাদিপ্রাণী মজুদ রয়েছে। এটা কেউ কখনো পূর্বে কল্পনাও করতে পারেনি।

শ ম রেজাউল করিম জানান, ‘আমরা প্রাণিসম্পদ খাতকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক। এ জন্য সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে। এ দেশে মাংস, দুধ, ডিমসহ অন্যান্য প্রাণিজ পণ্য যেভাবে উৎপাদন করা সম্ভব হয়, পৃথিবীর অনেক দেশেই তা সম্ভব নয়। এসব জিনিস আমরা বিদেশে রপ্তানি শুরু করেছি।’