এবার শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে জাপানের জয়

0
এবার শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে জাপানের জয়

রাশিয়া বিশ্বকাপে আরও একটি অঘটনের জন্ম দিল জাপান। শক্তিশালী কলম্বিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারায় তারা। লাতিন আমেরিকার কোনো দলের বিপক্ষে এশিয়ার এটা প্রথম জয়।

জাপান ফুটবল দল চর বছরের ব্যবধানে অনেক পাল্টে গেছে। বিশ্বকাপের গত আসরে গ্রুপ পর্বের একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি তারা। যে কারণে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল জাপানকে।

রাশিয়া বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল কলম্বিয়াকে নিজেদের শুরুর ম্যাচে হারিয়ে দিয়েছে সেই জাপানই। খেলোয়াড়দের পারফরম্যান্সে বেজায় খুশি জাপানের সমর্থকরা। মঙ্গলবার কলম্বিয়ার বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচেই ২-১ গোলের ব্যবধানে জয় দিয়ে যাত্রা শুরু করেছে জাপান।

জাপান বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ৬১ শতাংশ। সেই তুলনায় কলম্বিয়ার দখলে বল ছিল ৩৯ শতাংশ। গোলবার লক্ষ্য করে জাপান যেখান শট নেয় ১৪টি। সেখানে মাত্র ৮টি শট নেয় কলম্বিয়া।

৩ মিনিটের মাথায় ডি বক্সের ভেতর শিনজি কাগাওয়ার শট ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে আটকে দেন কার্লোস সানচেজ। রেফারি সঙ্গে সঙ্গে সানচেজকে লাল কার্ড এবং পেনাল্টির সিদ্ধান্ত দেন।

৩ মিনিটের মাথায় ফাউল করে মাঠ ছাড়েন কলম্বিয়ার মিডফিল্ডার কার্লোস সানচেজ। নিজেদের ভুলের কারণেই ৬ মিনিটের মাথায় গোল খেয়ে পিছিয়ে যেতে হয় ফেভারিট কলম্বিয়াকে।

স্পট কিক থেকে গোল করে জাপানকে ১-০ গোলে এগিয়ে নেন শিরজি কাগাওয়া।

সানচেজের বিদায়ে ১০ জনের টিম হয়ে যায় কলম্বিয়া। একজন খেলোয়াড় কম নিয়েই জাপানের সঙ্গে লড়াই করে কলম্বিয়া। খেলার ৩৯ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে কলম্বিয়াকে ১-১ সমতায় ফেরান ফিরমান্ড কুয়েটেরো। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল হয়নি।

বিরতি থেকে ফেরার পর কলম্বিয়াকে একঘরে করে রাখে জাপান। একের পর এক আক্রমণ চালিয়ে যায় জাপান। অবশেষে খেলার ৭৩ মিনিটে গোল করে জাপানের ব্যবধান দ্বিগুণ করেন ওসাকো। এরপর আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলে জিতে মাঠ ছাড়ে এশিয়ার দলটি।