এমবাপ্পে পিএসজিতেই থাকছে: পচেত্তিনো

0
এমবাপ্পে এখন বিশ্বের সবচেয়ে দামি তরুণ ফুটবলার

রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে কিলিয়ান এমবাপ্পের মাদ্রিদে আসা নিয়ে গুঞ্জন উঠে নিয়মিত। গত দুই ট্রান্সফারে তো ভক্তরা পারলে টেনে নিয়ে বার্ণাব্যুতে নিয়ে আসে এমবাপ্পেকে। এবারের গুঞ্জন সবচেয়ে জোরালো। বিশ্বস্ত অনেক সূত্র বলছে, আগস্টের শেষ দুই সপ্তাহেই ঘটে যেতে পারে এমবাপ্পের কাঙ্খিত মাদ্রিদ যাত্রা।

কিলিয়ান এমবাপ্পে থাকছেন না পিএসজিতে। নমুনা দেখা দিয়েছে সতীর্থের জন্মদিনে না যাওয়া, ভেতরগত অনীহা এসবের মাধ্যমে। মধ্যবর্তী দলবদলে নতুন ঠিকানায় দেখা যেতে পারে ফ্রেঞ্চ এই স্ট্রাইকারকে। তবে এতকিছুর পরও শঙ্কিত নয় পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। আরও এক বছর চুক্তির মেয়াদ থাকা এমবাপ্পেকে নিয়ে কোন শঙ্কাই নেই কোচের মনে।

এমবাপ্পে থাকছেন কি-না সেই বিষয়ে পচেত্তিনো বলেন, ওর মধ্যে আমরা বাড়তি অনুপ্রেরণা দেখতে পাচ্ছি। দলকে নিয়ে ভাবছে সে। স্রেফ এতটুকু বলবো, এই সিজনে কিলিয়ান এখানেই থাকছে। মাঝপথে ছেড়ে চলে যাবার কোনোরূপ সম্ভাবনা নেই।

লিওনেল মেসির ট্রান্সফারের পর সম্ভাবনার অঙ্কে কেইবা আর বিশ্বাস রাখতে পারছে! এমবাপ্পের চাওয়া যেমন মাদ্রিদের জার্সিতে খেলার, মাদ্রিদেরও তাকে পাওয়ার তীব্র আকাঙ্খা। দুইয়ে দুইয়ে চার মিলতে কতক্ষণ সময় লাগে, সেটিই এখন দেখার বিষয়।