এসএসসি-এইচএসসির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

0
এসএসসি-এইচএসসির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

কোভিড সংক্রমণের কারণে স্থগিত হয়ে থাকা চলতি বছরের এসএসসি, এইচএসসি এবং সমমানের পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অবশেষে জানা যাবে। আজ বেলা ১১টায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এ নিয়ে সিদ্ধান্ত গণমাধ্যমকে জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের।

সম্প্রতি দেশে কোভিডের সংক্রমণ পুনরায় বাজে অবস্থা ধারণ করেছে। দিনে দিনে অবনতি হচ্ছে অবস্থা। সেই সঙ্গে বাড়ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটিও। ফলে ফিকে হয়ে আসছে আগের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষা নেওয়ার সম্ভাবনা। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র মোতাবেক, এ অবস্থায় আগের মতো ‘অটো পাস’ এর দিকে না হেঁটে যেকোনো উপায়ে মূল্যায়নের পরিকল্পনা করছে সরকারের। আর এবার শিক্ষা বোর্ডগুলোও ‘অটো পাস’ দিতে চায় না। যেকোনো মূল্যে মূল্যয়ন করতে চায়।

উল্লেখ্য, প্রতিবছরের ফেব্রুয়ারি মাসে এসএসসি এবং এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো। কিন্তু কোভিড সংক্রমণের ফলে গত বছর থেকে পুরো ব্যবস্থা এলোমেলো হয়ে রয়েছে। গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুসারে আগামী ৩১ জুলাই পর্যন্ত ছুটি আছে।