ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আজ বিকেলে সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী লীগ

0
আওয়ামী লীগ

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আজ বুধবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী লীগ। সমাবেশে নেতাকর্মী ও জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে সমাবেশ উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৯৭১ সালের ৭ মার্চ এই সোহরাওয়ার্দী উদ্যানেই ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গত বছরের অক্টোবরে এই ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেস্কো)।
আওয়ামী লীগ
জাতিসংঘের এই স্বীকৃতির পর আজ প্রথমবারের মতো দিনটি উদযাপন করছে আওয়ামী লীগ। আজকের সমাবেশে যোগ দিতে আওয়ামী লীগের পক্ষ থেকে লিফলেট বিতরণ, মাইকিংসহ নানা ধরনের প্রচার চালানো হয়। সমাবেশ উপলক্ষে দলের নেতাকর্মীদের মধ্যেও দেখা গেছে বিপুল উৎসাহ-উদ্দীপনা।

যেহেতু চলতি বছরের শেষ নাগাদ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে, সেহেতু কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন স্থানে আয়োজিত সমাবেশে নৌকার পক্ষে ভোট চাইছেন শেখ হাসিনা। তাই আজ রাজধানীর এই সমাবেশেও আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান তিনি জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

আজ সকাল থেকেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি যথাযথ মর্যাদায় পালন করছে আওয়ামী লীগ। এর মধ্যে সকাল সাড়ে ৬টায় ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন এবং দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিনটি উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।