ওসির ফোন নম্বর ক্লোন করে প্রতারণায় ২জন গ্রেফতার

0
ওসির ফোন নম্বর ক্লোন করে প্রতারণায় ২জন গ্রেফতার

নোয়াখালী জেলার চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ফোন নম্বর ক্লোন করে চার লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। এ ঘটনায় প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে প্রশাসন।

আটকরা হলেন- চাঁদপুর জেলার মতলব (উত্তর) থানার মান্দারতলী গ্রামের সেফুল ইসলামের ছেলে নবীর হোসেন (৩২) ও নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বারাহী নগর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মাকছুদুর রহমান (৩৪)।

মঙ্গলবার রাতে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে তাদের ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভাটারা থানা এলাকা থেকে আটক করা হয়।

তিনি আরও জানান, এদের ২ জন বিকাশ এজেন্ট হিসেবে টাকা উত্তোলনে মূল প্রতারকদের সাহায্যকারী হিসেবে কাজ করতেন। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এছাড়াও বিকাশ ও বিভিন্ন এজেন্টের সহায়তায় ৪ লাখ টাকার মধ্যে দুই লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

সুবর্ণচর উপজেলার চরজব্বর থানার ওসির নম্বর ক্লোন করে চরওয়াপদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির আহমেদকে নির্বাচনে সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে চার লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। আগামী ২০ সেপ্টেম্বর ওই ইউপি নির্বাচনে মো. মনির আহমেদ চেয়ারম্যান প্রার্থী। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি থানা পুলিশকে বিষয়টি জানান।