হাই, আমি রাধিকা মেহতা। এসপ্তাহে আমি বিয়ে করতে যাচ্ছি।
গোল্ডম্যান স্যাক্স নামের একটা ব্যাংকে চাকরি করি। আমার গল্প পড়ার জন্য ধন্যবাদ। তবে বলে দেয়া ভালো যে আপনি হয়তো আমাকে খুব একটা পছন্দ করবেন না। কারণ :
এক. আমি অনেক টাকা পয়সা আয় করেছি।
দুই. সব বিষয়েই আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে।
তিন. আমার একজন বয়ফ্রেন্ড ছিল। না একজন না, দুজনই বলা যায়।
এখন, আমি যদি পুরুষ হতাম তাহলে এসব নিয়ে কেউ মাথা ঘামাতো না। কিন্তু যেহেতু আমি মেয়ে তাই এই তিনটা বিষয়ের জন্য লোকে আমাকে অপছন্দ করবে, তাইনা?
বই: ওয়ান ইন্ডিয়ান গার্ল
মূল লেখক: চেতন ভগত
রূপান্তর: আশিক মেহেদী
প্রকাশনা: বইবাজার প্রকাশনী
পৃষ্ঠা: ২৭২
মুদ্রিত মূল্য: ৩৫০৳
বইটি অটোগ্রাফসহ প্রি-অর্ডার #আরণ্যক এ নেওয়া হচ্ছে