দেশে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকাদান কার্যক্রম ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও শুরু করার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন তিনি । বয়স্কদের মধ্যে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি হওয়ায় বয়স্ক লোকদের সহজেই টিকার দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা জানান। তিনি বলেন, এখন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়েও এই ভ্যাকসিন কার্যক্রম শুরু করা হবে।
এখন থেকে করোনার সম্মুখসারির যোদ্ধাদের পরিবারের কোনো সদস্যের বয়স ১৮ বছরের বেশি হলে তাদের করোনা টিকা দেওয়া হবে। সরকারের কাছে পর্যাপ্ত টিকা রয়েছে৷ এছাড়াও বিভিন্নভাবে মোট ২১ কোটি করোনার টিকা আসবে।
উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রী গত শনিবার বলেছিলেন, গ্রামের বয়স্ক মানুষদের অগ্রাধিকার দেওয়ার জন্য অনলাইন নিবন্ধন ছাড়াই কোভিড ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকা দিয়ে পরে সেসব নাম অনলাইনে নিবন্ধন করা হবে।