কক্সবাজারের বিভিন্ন স্থানে র‍্যাব ও বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ

0
কক্সবাজারের বিভিন্ন স্থানে র‍্যাব ও বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজারের পৃথক উখিয়ায় শনিবার অভিযান চালিয়ে চার লাখ ৩০ হাজার ইয়াবাসহ পাঁচজনকে র‍্যাব ও বিজিবি আটক করেছে বলে খবর পাওয়া গেছে।

কক্সবাজার ৩৪ বিজিবি সূত্র হতে জানা যায়, ভোর ৫টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের কাস্টম মোড়ে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তিন লাখ ২০ হাজার ইয়াবাসহ এর চালক মো. সায়েদ আলমকে (৪৫) আটক করা হয়। নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের হেডম্যানপাড়া এলাকার মৃত ওয়ারেদ আলীর ছেলে হলেন আটক মোঃ সায়েদ আলম।

এছাড়া ওই একইদিন ভোরেই পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকা থেকে ৩০ হাজার ইয়াবা জব্দসহ তিন রোহিঙ্গাকে আটক করে বিজিবি।

আটককৃতরা রোহিঙ্গারা হলেন বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি-২৮ এর মৃত নজির আহমদের ছেলে আকতার হোসেন (৩০), একই ব্লকের রশিদ আহমদের ছেলে আব্দু শুক্কুর (২৮) ও ব্লক-বি-২৭ এর ইলিয়াছের ছেলে মাহমুদুল হক (২১)।

এদিকে র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শেখ সাদী বলেন, শুক্রবার দিনগত রাত ৩টার দিকে বালুখালী ক্যাম্পে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ আনোয়ারুল ইসলাম (৩৪) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

জানা যায়, বিজিবি কর্তৃক আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে তাদের উখিয়া থানায়র সোপার্দ করেছে।