কক্সবাজারে রোহিঙ্গা হামলায় ৪ বাংলাদেশি আহত

0
রোহিঙ্গা হামলায় ৪ বাংলাদেশি আহত

উখিয়ার  বালুখালীতে ডাকাত সন্দেহে রোহিঙ্গাদের হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের ১ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ দুজন রোহিঙ্গাকে অস্ত্রসহ আটক করেছে।

রোহিঙ্গা হামলায় ৪ বাংলাদেশি আহত

আহতরা হলেন, মোশতাক হোসেন (৪২), শহীদ হোসেন (২৪), জসীম উদ্দিন (২৫) ও শাহেদ আলী (বয়স জানা যায়নি)। তাঁদের বাড়ি যশোরে। উখিয়ায় তাঁরা মিস্ত্রির কাজ করেন বলে পুলিশ জানিয়েছে।

আটক দুজন রোহিঙ্গা হলেন, ইলিয়াস (২৫) ও নূর বসর (২৬)।

পুলিশ জানায়, বালুখালী ২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের পাশে গতকাল দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে টিউবওয়েল সারানোর কাজ করছিলেন মিস্ত্রিরা। এ সময় ‘ডাকাত ডাকাত’ বলে পাশের ক্যাম্প থেকে কয়েকজন রোহিঙ্গা তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের আঘাত করা হয়। আহতেরা আশ্রয়শিবিরের বাইরে অস্থায়ী হাসপাতালে চিকিৎসাধীন।

আটক দুজন রোহিঙ্গার কাছ থেকে একনলা বন্দুক, এলজি, চারটি কার্তুজ ও দুটি কার্তুজের খোলা খোসা পাওয়া গেছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, কোথা থেকে রোহিঙ্গাদের কাছে অস্ত্র আসল তাঁরা খতিয়ে দেখছেন। আটক রোহিঙ্গারা দুজনেই শিবিরে নতুন এসেছেন বলে তিনি জানান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ঘটনায় রোহিঙ্গাদের বিরুদ্ধে অস্ত্র ও হামলার অভিযোগে মামলা করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে