করোনার টিকা নিয়ে আইনের বিরোধিতায় ফ্রান্স-ইতালিতে বিক্ষোভ

0

সম্প্রতি ফ্রান্সে একটি বিল পাস হয়েছে যেখানে সকল স্বাস্থ্যকর্মীকে করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বিলে আরো বলা হয়েছে রেস্তোরাঁ বা যাদুঘরে প্রবেশে ‘ভাইরাস পাস’ নামে বিশেষ একটি অনুমতিপত্র থাকার কথা বলা হয়েছে। এদিকে বিলের বিরোধিতায় গতকাল শনিবার বিক্ষোভ হয়েছে দেশটির বিভিন্ন স্থানে; যাতে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ অংশ নেন।

একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে ইতালিতেও!

বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখলেও জলকামান ব্যবহার করে প্যারিসে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে ফ্রান্স পুলিশকর্মীরা। 

ফ্রান্সে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ, হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে- এমন পরিস্থিতিতে শুক্রবার দেশটির সংসদের নিম্নকক্ষে ভাইরাস বিল পাস হয়েছে। এ বিলের পক্ষে-বিপক্ষে আলোচনা করেছেন সিনেটে আইনপ্রণেতারা। ফরাসি সরকার বলছে, তারা করোনা সংক্রমণ কমাতে টিকাদানে গতি বাড়াতে চায়। একইসঙ্গে আবার যেনো লকডাউনে যাওয়ার প্রয়োজন না হয় সে চেষ্টায় করে যাচ্ছে সরকার।

ইতোমধ্যে ফ্রান্সের অধিকাংশ প্রাপ্তবয়স্ককে করোনার টিকা দেওয়া হয়েছে। বিভিন্ন জরিপের তথ্য অনুযায়ী, নতুন যে পদক্ষেপ নেওয়া হয়েছে বেশিরভাগ ফরাসি তা সমর্থন করেন।