আজ প্রায় ১ মাস যাবত খুলনায় করোনা পরিস্থিতি ভয়াবহ। তারই মধ্যে আগামী ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলনার জোড়াগেট বাজার চত্বরে শুরু হচ্ছে কোরবানির পশুর হাট। খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে পরিচালিত এইহাট চলবে ঈদের দিন সকাল পর্যন্ত।
গতকাল সোমবার (১২ জুলাই) খুলনা সিটি কর্পোরেশনের পশুর হাট কমিটির আহ্বায়ক শামসুজ্জামান মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সিটি কর্পোরেশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পশুর হাট পরিচালনা করা যাবে। হাটে প্রবেশের ক্ষেত্রে সকলকে মাস্ক ব্যবহার করতে হবে এবং প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। তবে বয়স্ক ও শিশুরা পশুর হাটে প্রবেশ করতে পারবেন না।
বিজ্ঞপ্তিটিতে আরো বলা হয়, পশুর হাটে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় জাল নোট শনাক্তকরণ, কম্পিউটারাইজড পদ্ধতিতে হাসিল আদায়সহ সব আধুনিক ব্যবস্থাপনা থাকবে। এছাড়াও সার্বক্ষণিক পশু চিকিৎসা ও হাটে আগতদের চিকিৎসার সুব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার হোটেলের সু-ব্যবস্থা, আধুনিক পাবলিক টয়লেট, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র্যাবের সমন্বয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তার ব্যবস্থাও করা হবে।