করোনা ভাইরাস সারাদেশে এক আতঙ্কের নাম এখন। টাঙ্গাইলে করোনায় আক্রান্ত হয়ে ডা. মাজেদ আলী মিয়া (৫৮) নামে একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম ওই জেলায় কর্মরত কোনো চিকিৎসকের মৃত্যু হলো।শুক্রবার বিকালে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে তিনি মারা যান।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজিব বলেন, মাজেদ আলী মিয়া মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অবস্থায় ছিলেন। তিনি ও তার পরিবারে তার স্ত্রী ও মেয়ে গত ১লা জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হন। ওই অবস্থায় তারা বাড়িতে আইসোলেশনে থেকেই চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। যখন অবস্থার অবনতি হয় তখন মাজেদ আলী ও তার স্ত্রীকে জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকাল সাড়ে ৫টায় মাজেদ আলীর মৃত্যু হয়; তার স্ত্রী এখনো আইসিইউ ইউনিটে আছেন।
জানা যায় যে, শুক্রবার ওই হাসপাতালের আইসিইউ ইউনিটে মাজেদ আলী মিয়া ছাড়া আরও ৩ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।