করোনায় একদিনে মৃত্যুতে নবম স্থানে বাংলাদেশ

0
করোনা Corona

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমিত হয়ে ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৭৭৬ জনের।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৫৫ হাজার ২৮৪ জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানানো হয়েছে।

দেশে এখনো পর্যন্ত কোভিড-১৯ সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা মোট ১২ লাখ ৯৬ হাজার ৯৩। মৃত্যু হয়েছে মোট ২১ হাজার ৩৯৭ জনের। সুস্থের সংখ্যা ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন। সর্বশেষ সময়ে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৯৭ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রামে মারা গেছেন ৬৫ জন।

কোভিডের ঊর্ধ্বমুখী প্রবণতায় বর্তমানে বিশ্বে একদিনে সবচেয়ে বেশি রোগী মারা যাওয়ার তালিকায় নবম অবস্থানে এসেছে বাংলাদেশ। অন্যদিকে রোগী শনাক্তের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান দ্বাদশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সর্বশেষ ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে কোভিড রোগী শনাক্ত ও এতে মৃত্যুর সংখ্যা বিবেচনায় নিয়ে এই তালিকা করেছে।