দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমিত হয়ে ২৪৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৬০৬ জনের।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৪৮ হাজার ১৫ জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৬ দশমিক ২৫ শতাংশ।
আজ day স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানানো হয়েছে।
দেশে এখনো পর্যন্ত কোভিড-১৯ সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা মোট ১৩ লাখ ৩৫ হাজার ২৬০। মৃত্যু হয়েছে মোট ২২ হাজার ১৫০ জনের। সুস্থের সংখ্যা ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন। সর্বশেষ সময়ে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৯৪ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৫ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। ঢাকা বিভাগে মৃত্যুবরণ করেছেন ৬৯ জন। এছাড়াও, খুলনা বিভাগে ৩৬ জন, বরিশাল বিভাগে ২০ জন এবং সিলেট বিভাগে ১৬ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, গতকাল করোনায় রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। নতুন রোগী শনাক্ত হয়েছিল ১২ হাজার ৭৪৪ জন। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ২৭ দশমিক ১২ শতাংশ।